# # # # # # # # #

#বাংলাদেশ #সাজেক #রিসোর্ট #মিজোরামভিউ #মাচা #সাজেকরিসোর্ট #ফদাংতাং #বৃষ্টি #মাচা
-
cheezbot liked this · 8 months ago
More Posts from Mrdmaksud


It's just you, me, and nature! The gentle breeze feels cool, a swarm of insects is singing in unison, soon to be released. The sky hasn't yet lit up in the east. Sitting on the porch, beside my beloved. I don't know why I don't feel like talking. Perhaps my voice would sound too out of place amidst this symphony of nature. I'm quiet. I see my beloved's eyes shining in the reddish light, filled with tears. Does too much love bring tears to the eyes?
আমি ও শিক্ষক
একটা অহংকারবোধ আমারও কাজ করে, শব্দটা ঠিক অহংকার হবে নাকি অন্য কিছু তাও মাথা থেকে বের হয়না। এটা অবশ্যাই আমার শিক্ষকদের ব্যর্থতা!!
যাদের আমি মন থেকে সম্মান করতে পারিনা, তাদের পায়ে ধরে সালাম কিংবা কদমবুচি করতে পারিনা, ইচ্ছাও করেনা। (বক ধার্মিকরা, এখানে ধর্ম নিয়ে বর্ণনা করতে আসবেন না)।
ব্যতিক্রম শুধু আমার প্রাইমারির শিক্ষকরা, এককথায় আল জাবের ইনস্টিটিউট, আমাকে যারা শিক্ষা দিয়েছেন মানুষ হতে।
যে শিক্ষকরা লাঠি দিয়ে আমার পাছা গরম করছেন, তাঁদের এখনো শ্রদ্ধায় পা ধরে আমি সালাম করি।
খুব খারাপ ছাত্র ছিলাম না, হাতে ২ বেত বা ৫ বেত খেতাম একটা অপরাধে, স্কুলে যেতাম না নিয়মিত।
বিকেল হলে ভুলে যেতাম, সিডিউল মেলাতাম পরের দিন স্কুলে না গিয়ে কোন মাঠে খেলতে যাবো, এটা জানার পরও বেতের সাথে চামড়াও উঠতে পারে।
প্রিয় আলিম স্যার!
চোখের পানিতে এখনও মনে করতে পারি, দৌড়ে গিয়ে চোখের পানি মুছার জন্য টিউবওয়েলের নীচে মুখ ঢাকতে। আপনার বেতের জোরে হয়তো নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, নিয়মিত মন থেকে চোখের জল ফেলতে পারি সবার জন্য দোয়া করতে।
বৃহস্পতিবারের বিভিন্ন নবী/রাসূলদের গল্প আমাকে শিখিয়েছে কেমন মানুষ আমাকে হতে হবে, পরিবার/সমাজ/রাস্ট্রের প্রতি আমার দায়িত্ব বা কর্তব্য।
প্রিয় শিক্ষকরা, আপনারা খারাপ ছিলেন না, আমরা আপনাদের হাত থেকে বেত এর পর জ্ঞান কেড়ে নিয়ে আপনাদের পঙ্গু করে ফেলছি, নিজেদের স্বার্থে!!
আপনারা যদি ভাল জ্ঞান বিতরণ করেন, তাহলে মসজিদ/মন্দির ভাঙবে কে?
জাত-পাত নিয়ে, অপরাধীর পক্ষ নিয়ে অন্যর ঘরে আগুন দিবে কে?
যত দিন বেঁচে থাকবো, আপনাদের দোয়া করে যাবো, আমাকে মানুষ বানানোর চেষ্টা করার জন্য।
ভাল থাকুক, আমার শিক্ষকেরা। যারা শুধু আমাকে দিয়ে গেছেন, বিনিময় চিন্তা না করে।
